পেয়ারা বাগান পরিচর্যার সময় সাপের কামড়ে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৯ জুলাই ২০২৪

ঝিনাইদহের কোটচাঁদপুরের তালিনা গ্রামে সাপের কামড়ে আব্দুর রাজ্জাক (৫৮) নামের একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের এমডি বাংলোর গার্ড হিসেবে কর্মরত ছিলেন। তিনি তালিনা গ্রামের মৃত ছামেদ বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে নিজের পেয়ারা বাগানে গাছের অপ্রয়োজনীয় ডাল কাটছিলেন আব্দুর রাজ্জাক। এসময় সাপে তার পায়ে কামড় দেয়। টের পেয়ে কিছুক্ষণ পর বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ জানান, হাসপাতালে আসার কয়েক মিনিট পরই তার মৃত্যু হয়। মৃতের পরিবারের সদস্যরা জানান, তাকে গোখরা সাপে দংশন করেছিল। ধারণা করা হচ্ছে, আতঙ্কগ্রস্ত হয়ে হৃদরোগে তার মৃত্যু হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।