প্রেমিকের ওপর অভিমান করে নদে ঝাঁপ স্কুলছাত্রীর, বাঁচালেন মাঝি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১০:১৩ পিএম, ০৮ জুলাই ২০২৪
নৌকা নিয়ে ছুটে গিয়ে ওই ছাত্রীকে বাঁচান একজন মাঝি

ময়মনসিংহে প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে নদে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে নবম শ্রেণির এক ছাত্রী। তবে তাকে বাঁচিয়েছেন এক মাঝি।

সোমবার (৮ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ময়মনসিংহ নগরের জয়নুল আবেদীন উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, দুপুরে উদ্যান এলাকার ব্যাটবল চত্বরের দিকে হঠাৎ স্কুলব্যাগ ও জুতা ফেলে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেয় এক স্কুলছাত্রী। এসময় নদের পাশে চা দোকানগুলোতে অনেক মানুষ ছিলেন। পানিতে ওই ছাত্রী তলিয়ে যেতে শুরু করে। বিষয়টি দেখে নৌকা নিয়ে ছুটে যান স্বপন মিয়া নামের এক মাঝি। তিনি তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

স্বপন মিয়া বলেন, ‌‘মেয়েটি পানিতে তলিয়ে যাচ্ছে দেখে নৌকা নিয়ে কাছে গিয়ে তার হাত ধরে টেনে তোলার চেষ্টা করি। ওইসময় আরেকটি নৌকায় আরও তিনজন এসে সহযোগিতা করেন। পরে মেয়েটিকে নৌকায় তুলে পাড়ে নিয়ে আসি।’

তিনি বলেন, ‘পাড়ে ওঠার পর মেয়েটি জানায়, তারা দুই বোন ও এক ভাই। সে সবার ছোট। সদর উপজেলার একটি গ্রামে তার বাড়ি। সে নগরের একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হওয়ায় সে নদে ঝাঁপ দেয়।’

দেলোয়ার হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘মেয়েটি নদে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেও মাঝি স্বপন মিয়ার কারণে প্রাণে বেঁচে গেছে। পাড়ে তোলা পর মেয়েটির কাছে পরিবারের নম্বর চাওয়া হলে সে একটি ছেলের নম্বর দেয়। পরে ওই নম্বরে কল করলে ছেলেটি মেয়েটিকে চেনে না বলে জানায়। তখন পুলিশকে বিষয়টি জানানো হয়।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু ওই ছাত্রীকে সেখানে পাওয়া যায়নি।

তবে স্থানীয়রা জানান, দুই নারীর মাধ্যমে ওই ছাত্রীকে তার পরিবারের কাছে পাঠানো হয়।

মঞ্জুরুল ইসলাম/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।