অবৈধভাবে বালু উত্তোলন-জমি ভরাটের দায়ে জরিমানা অর্ধলাখ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৮ জুলাই ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে অবৈধ বালু উত্তোলন ও জমি ভরাটের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুলাই) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের নেয়ামত উল্ল্যার ছেলে আনোয়ার হোসেনকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

অবৈধভাবে বালু উত্তোলন-জমি ভরাটের দায়ে জরিমানা অর্ধলাখ

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দেওয়ানপুর গ্রামের সড়কের পাশে বালু উত্তোলন করে নবনির্মিত সেতু ক্ষতিগ্রস্ত করছে সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম মাঈন উদ্দিন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।