চাঁদপুরে তিন বালু ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৮ জুলাই ২০২৪

খালের দুই পাড়ে উন্মুক্ত স্থানে বালু ও ইটের ব্যবসা করায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ জুলাই) দুপুরে চাঁদপুরের মতলবে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে তাদের এ জরিমানা করা হয়।

মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিলয় রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান।

তিনি বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা না মানায় জমজমিয়া খালের উত্তর পাড়ের ব্যবসায়ী রোকন মিয়াজি, শেখ ফজলুল করিম সেলিম ও মেজবাহ উদ্দিনকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজকে প্রাথমিকভাবে তাদের সতর্কতা অবলম্বন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় জরিমানা করা হয়েছে।

শরীফুল ইসলাম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।