নরসিংদীতে ট্রেনে কেটে ৫ মৃত্যু, দেখতে গিয়ে প্রাণ গেলো আরেক জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৮ জুলাই ২০২৪

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে ঘটনাস্থলে ঘটনা দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ফের আরেকজনের মৃত্যু হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (৮ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মেতিকান্দা স্টেশন মাস্টার আশরাফ আলি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর এলাকায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এদিকে এ ঘটনা দেখতে ঘটনাস্থলে যান ওই ব্যক্তি। এ সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

সঞ্জিত সাহা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।