এইচএসসি

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় প্রভাষকসহ ৮ শিক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৭ জুলাই ২০২৪
বহিষ্কৃত পরীক্ষার্থীরা সবাই ময়মনসিংহের ভালুকা উপজেলার মেজর ভিটা এলাকার মর্নিংসান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী

ময়মনসিংহের ভালুকায় অসদুপায় অবলম্বন করায় এক প্রভাষকসহ আট এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ জুলাই) ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিনূর খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এইচএসএসি পরীক্ষায় নকল সংরক্ষণ ও সিট বদল করে অন্যের খাতা দেখে লেখার অভিযোগে পরিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। এসময় ওই কক্ষে দায়িত্বরত কক্ষ পরিদর্শক মোস্তাফিজুর রহমানকেও বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত প্রভাষক সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজের ভূগোল বিষয়ের শিক্ষক। বহিষ্কৃত পরীক্ষার্থীরা সবাই উপজেলার মেজর ভিটা এলাকার মর্নিংসান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

এর আগে গত ৩০ জুন বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে মর্নিংসান মডেল স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থী এবং সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজে এক প্রভাষককে বহিষ্কার করা হয়েছিল।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।