স্কুল থেকে ফেরার পথে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৬ জুলাই ২০২৪
নদীতে ডুবে মারা যাওয়া শিক্ষার্থী আবির

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুল থেকে ফেরার সময় নদীতে ডুবে আবির নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের মেঘনা শাখার হাড়িধোয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আবির আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের রায়পুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী উজ্জ্বল মিয়ার ছেলে। সে আড়াইহাজারের শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আবিরের সহপাঠিরা জানান, মধ্যাহ্ন বিরতির সময় স্কুলের টয়লেটে যায় আবির। এসময় তার শরীরে ময়লা লাগে। তাই সে সহপাঠীদের নদী সাঁতার দিয়ে পার হয়ে বাড়িতে যাওয়া কথা জানায়। সহপাঠীরা না করার পরও সে নদীতে নেমে পড়ে। এক পর্যায়ে সে আর ফিরে আসছিলো না। স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্থান্তর করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।