কিশোরগঞ্জে হাওরে ডুবে পর্যটক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:২২ পিএম, ০৬ জুলাই ২০২৪
ছবি: নিখোঁজ আবিদুর রহমান

কিশোরগঞ্জে হাওরে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ আবিদুর রহমান (২৩) চট্টগ্রামের রাউজানের মোবারকখীল হালদার খান চৌধুরী বাড়ির অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিখোঁজ যুবক আবিদ ঢাকায় থেকে একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। সেখান থেকে কিশোরগঞ্জে বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় হাওরে নামলে পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

এসকে রাসেল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।