কক্সবাজারে দলছুট বন্যহাতির আক্রমণে একজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০৫ জুলাই ২০২৪
কক্সবাজারের কলাতলীর দরিয়ানগরে লোকালয়ে আসা বন্যহাতি

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া দরিয়ানগর এলাকায় বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ভোরে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনির আলম (৪২)। তিনি কলাতলীর বড়ছড়ার দরিয়ানগর এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও বন বিভাগ সূত্র জানায়, হিমছড়ি সংরক্ষিত বনে বেশকিছু বন্যহাতির বিচরণ রয়েছে। হাতিগুলো মাঝে মধ্যে লোকালয়ে চলে আসে। আজ ভোরের দিকে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি দলছুট বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানান। তবে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন। এসময় হাতির আক্রমণে ওই ব্যক্তি আহত হন। পরে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন বিভাগের কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পর স্থানীয়দের সহায়তায় হাতিটিকে গহিন বনে ফিরিয়ে দেওয়া হয়।

গত তিন দশকের বেশি সময় বড়ছড়া দরিয়ানগর এলাকায় জনবসতি গড়ে ওঠার পর বন্যহাতির আক্রমণে কোনো মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।