দুই রোহিঙ্গার দেহে মিললো অস্ত্র-গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৫ জুলাই ২০২৪
গ্রেফতার দুই রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এসময় তাদের শরীর তল্লাশি করে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড রাইফেলের গুলি, দুই রাউন্ড শটগানের কার্তুজ ও পাঁচ রাউন্ড রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ জুলাই) ভোরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা নুর ছালামের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৬) ও একই ক্যাম্পের সোনা মিয়ার ছেলে মো. শফিক (৩৩)।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই রোহিঙ্গার শরীর তল্লাশি করে তিন রাউন্ড রাইফেলের গুলি, পাঁচটি রাইফেলের গুলির খোসা এবং কোমরে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শটগানের দুটি কার্তুজ পাওয়া যায়। পরে তাদের আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।