সুনামগঞ্জে নৌকাডুবি: একজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১০:১৯ এএম, ০৫ জুলাই ২০২৪
সুনামগঞ্জে নৌকাডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার হয়েছে/ছবি সংগৃহীত

সুরমা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার দুদিন পর বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে সুরমা ইউনিয়নের ভোজনা গ্রামের উদনার চরে (আমন কিত্তা) জোছনা বেগমের (৩০) মরদেহ ভেসে ওঠে।

নিহত জোছনা পশ্চিম মাছিমপুর গ্রামের আইন উদ্দিনের স্ত্রী। তবে জোছনার দেড় বছরের সন্তান হাবিবা আক্তার ও পশ্চিম মাছিমপুর গ্রামের নুর আলীর মেয়ে গোলজান বেগমের (৭০) সন্ধান এখনো মেলেনি।

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সুরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মনির উদ্দিন বলেন, বিষয়টি দোয়ারাবাজার থানাকে অবগত করেছি। তবে জোছনা বেগমের মেয়ে হাবিবা ও গোলজান বেগমের সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন

দোয়রাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, মরদেহ ভেসে ওঠার খবর পেয়েছি।

গত মঙ্গলবার সকালে সুনামগঞ্জের দোয়রাবাজারে আজমপুর আশ্রয়কেন্দ্র এলাকা থেকে ছোট নৌকা দিয়ে সুরমা নদী পার হয়ে দোয়ারাবাজার সদরে যাচ্ছিলেন মাঝিসহ সাতজন। কিন্তু ছোট নৌকাটি নদীর মাঝে গেলে স্রোতের কবলে পড়ে ডুবে যায়।

লিপসন আহমেদ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।