সেতুর নিচে মিললো নবজাতকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:১৯ এএম, ০৫ জুলাই ২০২৪

মানিকগঞ্জের সিঙ্গাইরে সেতুর নিচে প্যাকেটের ভেতরে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের খোলাপাড়ার হাসাননগর এলাকায় সেতুর নিচ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে ঘুড়ি উড়াতে গিয়ে কয়েকজন শিশু প্যাকেট করা একটি কার্টুন দেখতে পায়। তারা কার্টুন খুলতেই সাদা একটি পাতলা কাপড়ে মোড়ানো শিশুকে দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডেকে আনেন।

পরে স্থানীয়রা পুলিশ ও ইউপি সদস্যদের খবর দেন। খবর পেয়ে পুলিশ নবজাতকের সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতলের মর্গে পাঠায়।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ খোরশেদ আলম জানান, নবজাতক শিশুটি দেখতে অনেক সুন্দর। দেখলেই মায়া লাগে। নবজাতকের মরদেহ দেখে সবাই আফসোস করছে। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। যে শিশুটাকে মেরে ফেলে গেছে, তাকে খুঁজে বের করা দরকার। তার সঠিক বিচার হওয়া দরকার।

সিঙ্গাইর থানার ওসি (তদন্ত) আবু হানিফ জানান, ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বি.এম খোরশেদ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।