ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৪ জুলাই ২০২৪

নাটোরের লালপুরে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে লালপুর-বাঘা সড়কের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লালপুর উপজেলার উধনপাড়া গ্রামের মাহাবুল আলমের স্ত্রী রুবনা বেগম ২৫ এবং তার তিন বছরের মেয়ে রোকেয়া সুলতানা। এ ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করেছে পুলিশ।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মাহাবুুল আলম তার স্ত্রী রুবিনা ও মেয়ে রোকেয়াকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য অটোরিকশায় করে রাজশাহীর বাঘা হাসপাতালে যাচ্ছিলেন। পথে লালপুর-বাঘা সড়কের জামতলা তিনকুঠি এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহাবুল আলমের হাত থেকে ছিটকে পড়ে মেয়ে রোকেয়ার মৃত্যু হয়। এ ঘটনায় তিনিও আহত হয়েছেন। তাকে লালপুর স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। পরে পুলিশ এসে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ মাইক্রোবাসটিকে জব্দ করেছে।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।