চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৪ জুলাই ২০২৪
আহত আজমল ভারতের হাসপাতালে চিকিৎসাধীন: ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজমুল হোসেন (২৯) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৫টার সময় দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বিএসএফ সদস্যরা তাকে ভরতের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে আজমুল হোসেন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত আজমুল হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের মো. আব্বাস আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, আজমুল হোসেনসহ ৫/৬ বাংলাদেশি ভোর ৫টার সময় দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ৮২-বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফের গুলি আজমুল হোসেনের পায়ে লেগে গুরুতর আহত হন। এসময় তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যান। পরে বিএসএফের সদস্যরা আহত অবস্থায় আজমুল হোসেনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিননায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আজমুল হোসেন নামের এক যুবকের আহত হওয়ার খবর পেয়েছি।

হুসাইন মালিক/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।