যমুনার পানি বৃদ্ধি

সড়ক ভেঙে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি বাজার যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৪ জুলাই ২০২৪

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্রিজের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি বাজারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও ইসলামপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নদীতীরবর্তী অঞ্চলের মানুষের ভোগান্তি বেড়েছে।

বুধবার (৩ জুলাই) রাতে পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আবদুল মান্নান এ তথ্য জানান। আগামী কয়েকদিন এই পানি আরও কিছুটা পানি বাড়বে বলেও জানান তিনি।

সড়ক ভেঙে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি বাজার যোগাযোগ বিচ্ছিন্ন

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত থেকে যমুনার পানি বৃদ্ধি পেয়ে ইসলামপুর উপজেলার চিনাডুলী, কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া ও সাপধরী ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো দ্রুত প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়ে অসংখ্য মানুষ। এছাড়াও প্লাবিত হতে থাকে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী, বাহাদুরাবাদ এবং চিকাজানী ইউনিয়নের দুর্গম চরাঞ্চল। এতে বিভিন্ন গ্রামের ফসলি মাঠ তলিয়ে যায়। দ্রুত গতিতে পানি বৃদ্ধি পাওয়ায় সড়ক ভেঙে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি বাজার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিপৎসীমার ৩৬৯ সেন্টিমিটার ও সরিষাবাড়ীর তারাকান্দিতে যমুনার জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৯০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

মো. নাসিম উদ্দিন/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।