আম পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৩ জুলাই ২০২৪

নাটোরের নলডাঙ্গায় আম পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে তালহা মণ্ডল নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তালহা মণ্ডল ওই এলাকার আশরাফুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, শিশু তালহা তাদের বাড়ির পাশের আমবাগানে আম পাড়তে যায়। সে গাছে উঠে একটি বাঁশ দিয়ে আম পাড়া শুরু করে। আম পাড়ার একপর্যায়ে গাছের ওপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু তালহাকে মৃত ঘোষণা করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।