সোনারগাঁয়ে ১৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:১২ পিএম, ০৩ জুলাই ২০২৪
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুদিনের বিশেষ অভিযানে গ্যাসের ১৬০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার এবং বুধবার (৩ জুলাই) সারাদিন উপজেলার সাদিপুর, মিরেরটেক, হাতুড়িপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সোনারগাঁয়ে ১৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ জোনের ম্যানেজার এরশাদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এসব এলাকায় দীর্ঘদিন ধরে আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধভাবে সংযোগ নিয়েছিল। এতে রাজস্ব হারাচ্ছিল সরকার। এছাড়া এলাকার শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস যাচ্ছিল না। ফলে শিল্প মালিকরা অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ কমিটি করেন। সেই কমিটির সদস্যদের সহযোগিতায় পুলিশ ও ম্যাজিস্ট্রেট ছাড়াই বিশেষ অভিযান চালানো হয়।

রাশেদুল ইসলাম রাজু/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।