রাজবাড়ীতে মাদক মামলায় বহিষ্কৃত কৃষকলীগ নেতার যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০৩ জুলাই ২০২৪

রাজবাড়ীতে মাদক মামলায় সাবেক কৃষকলীগ নেতা মো. হাবিবুর রহমানকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জাহান এ রায় প্রদান করেন।

হাবিবুর রহমান গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুমরাকান্দি গ্রামের জোনাব আলীর ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ জানান, ২০১৩ সালের ১ মে হাবিব শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে র‌্যাব। মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক দীর্ঘ শুনানি শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাজবাড়ী জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কার খান জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ২০২৩ সালের অক্টোবর তাকে বহিষ্কার করা হয়।

রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।