আগামী বর্ষার আগে মুহুরী-কহুয়ায় বাঁধ হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০২ জুলাই ২০২৪

আগামী বর্ষা মৌসুমের আগে মুহুরী-কহুয়া নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। মঙ্গলবার দুপুরে ফেনীর বন্যাকবলিত পরশুরাম ও ফুলগাজী উপজেলা পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগামী বর্ষা মৌসুমের আগে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শুরু হবে। আশা করি এ ধরনের প্লাবন হবে না। আগামীতে সহনীয় পর্যায়ে আনতে সক্ষম হবো। এ নিয়ে ৭শ থেকে ৮শ কোটি টাকার প্রকল্পের একটি সমীক্ষা চলছে। ফিজিবিলিটি স্ট্যাডি শেষ। সপ্তাহ খানেকের মধ্যে কপি পেয়ে যাবো। ডিপিপি প্রণয়ন করতে চিফ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে উত্থাপন করা হবে।

এসময় ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিম, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।