চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ মামলায় ৪ আসামি রিমান্ডে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১০:০২ পিএম, ০১ জুলাই ২০২৪
গ্রেফতার তিন আসামি

চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ক্যাটারিংয়ের চার কর্মীকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন শুনানি শেষে এ আদেশ দেন।

গ্রেফতাররা হলেন মো. জামাল (২৭), মো. শরীফ (২৮), আবদুর রব (২৮) ও মো. রাশেদ (২৭)। তারা সবাই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের (ক্যাটারিং সার্ভিস) কর্মী।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য চার আসামির সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানির পর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’

বুধবার (২৬ জুন) সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের তিন কর্মীকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ। পরদিন নোয়াখালী থেকে আরও একজন গ্রেফতার হন।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।