সাদিক অ্যাগ্রোর আরেক খামারে সেই ছাগল, ১০ ব্রাহমা গরুর সন্ধান

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০১ জুলাই ২০২৪
আলোচিত সেই ছাগল ও ব্রাহমা জাতের গরু

ঢাকার সাভারে সাদিক অ্যাগ্রোর খামারে নিষিদ্ধ ব্রাহমা জাতের একাধিক গরু ও বাছুরের সন্ধান মিলেছে। একই খামারে দেখা গেছে আলোচিত সেই ছাগলটি।

সোমবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকার সাদিক অ্যাগ্রো খামারে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় কাপড় দিয়ে আচ্ছাদিত একটি ঘরের ভেতরে ভেতর আলোচিত সেই ছাগল ও ১০টি ব্রাহমা জাতের গরুর বাছুর পাওয়া যায়।

এসময় খামারের দায়িত্বে থাকা ব্যবস্থাপক জাহিদ খান বলেন, ‘আমি দেড়মাস হলো এখানে দায়িত্ব নিয়েছি। এখানে মূলত দুধ উৎপাদন করা হয়। প্রতিদিন ৬০০-৭০০ কেজি দুধ এখান থেকে ঢাকায় সরবরাহ করা হয়। বর্তমানে খামারে গাভি ও বাছুর মিলিয়ে প্রায় আড়াইশ গরু রয়েছে। এছাড়া ১২টি উট ও দুটি ঘোড়াসহ কয়েকশ হাঁস-মুরগি রয়েছে। আমিসহ প্রায় ৩৫ জন কর্মী এখানে কর্মরত।’

সাদিক অ্যাগ্রোর আরেক খামারে সেই ছাগল, ১০ ব্রাহমা গরুর সন্ধান

আরও পড়ুন:

তিনি আরও বলেন, আজ সকাল থেকে এখানে নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করা হয়েছে। এর আগে কোনো নিরাপত্তাকর্মী ছিল না।

সাদিক অ্যাগ্রোর আরেক খামারে সেই ছাগল, ১০ ব্রাহমা গরুর সন্ধান

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। তিনি জানান, একটি শেডে ব্রাহমা জাতের তিনটি গাভি ও সাতটি বাছুর পাওয়া গেছে। এসময় কাপড় দিয়ে ঘিরে রাখা একটি ছোট কক্ষে ১৫ লাখ টাকা দামের আলোচিত ছাগলটিরও দেখা মেলে। এছাড়া এখানে কিছু নথি পাওয়া গেছে। সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।

তিনি বলেন, যেহেতু ব্রাহমা জাতের গরু আমদানি ও উৎপাদন নিষিদ্ধ, তাই গরুগুলোর বিষয়ে কর্তৃপক্ষকে জানাবো। তারা যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।