সাভার
সাদিক অ্যাগ্রোর দুর্নীতির তথ্য সংগ্রহে গো প্রজনন খামারে দুদক
সাদিক অ্যাগ্রোর দুর্নীতির তথ্য সংগ্রহ করতে সাভারে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামার পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ খামার থেকেই আলোচিত ছাগলকাণ্ডের সাদিক অ্যাগ্রোতে নিষিদ্ধ ব্রাহমা গরু সরবরাহ করা হয়েছে।
সোমবার (১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে দুদকের প্রধান কার্যালয় থেকে ৯ সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামারে প্রবেশ করে। নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
অভিযোগ উঠেছিল, কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামারে জব্দ থাকা গরুগুলো নিলামে কিনে নেন সাদিক অ্যাগ্রোর ইমরান। গরুগুলো জবাই করে সুলভ মূল্যে মাংস বিক্রি করার শর্তে ইমরানকে দেওয়া হয়েছিল। তবে ইমরান সুলভ মূল্যে বিক্রি না করে গরুগুলো তার খামারে রেখে দেন। এছাড়াও নিষিদ্ধ ব্রাহমা গরু কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামার থেকে সংগ্রহ করে কোটি টাকা দাম হাঁকিয়ে বাজারে তোলেন।
আরও পড়ুন
দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ২০২১ সালে জুনের দিকে আমেরিকা থেকে ১৮টি ব্রাহমা গরু অবৈধভাবে আমদানি করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষ গরুগুলো আটক করে মামলা করে। পরে আদালতের মাধ্যমে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামারে হস্তান্তর করে কাস্টমস কর্তৃপক্ষ। গরুগুলো জবাই করে সুলভ মূল্যে মাংস বিক্রি করার শর্তে ইমরানকে দেওয়া হয়েছিল। আমরা কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামারে এসেছি তাদের কাছ থেকে কাগজপত্র সংগ্রহ করার জন্য। এরপরে সাদিক অ্যাগ্রোতে গিয়ে কাগজগুলো আমরা মিলিয়ে দেখবো।
কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামার থেকে বেরিয়ে সাভারের ভাকুর্তা এলাকায় অবস্থিত সাদিক অ্যাগ্রোর উদ্দেশ্যে রওয়ানা দেয় দুদকের দলটি।
আরএইচ/এএসএম