ঠাকুরগাঁওয়ে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০১ জুলাই ২০২৪
পৌর শহরের পূর্ব চৌরাস্তায় মানববন্ধন করছেন পীরগঞ্জবাসী

লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাবাসী। সোমবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন রায়, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, উপজেলা জাসদের সভাপতি সলেমান আলী, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গোলাম মুর্তাজা, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা আকতার বানু, সাংবাদিক নুরনবী রানাসহ স্থানীয়রা।

এসময় তারা বলেন, বর্তমানে পৌর শহর থেকে শুরু করে উপজেলার গ্রামগঞ্জে প্রতিদিন প্রায় ১৫-১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। অবিলম্বে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে এনে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

তানভীর হাসান তানু/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।