ভারতীয় সহকারী হাইকমিশনার

চিলাহাটিতে রেলের পাশাপাশি সড়কপথ করতে চায় ভারত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১০:০১ এএম, ০১ জুলাই ২০২৪
চিলাহাটি রেলস্টেশনসহ ভারতীয় সীমান্ত এলাকা পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রায়

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রেলপথের পাশাপাশি সড়ক পথেও সংযোগ স্থাপন করতে চায় ভারত সরকার।

রোববার (৩০ জুন) দুপুরে চিলাহাটি রেলস্টেশন সড়কপথসহ ভারতীয় সীমান্ত এলাকা পরিদর্শন করে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রায় এ কথা বলেন।

এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রায় বলেন, চিলাহাটি স্থলবন্দর হবে দুই দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর। বন্ধুপ্রতীম দুই দেশের আন্তরিকতা আছে বলেই বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্যের উন্নয়নের স্বার্থে একাধিক রেল ও সড়কপথ স্থাপন করতে চায় ভারত সরকার। এর ফলে বদলে যাবে এলাকার আর্থসামাজিক উন্নয়নের চিত্র।

চিলাহাটিতে রেলের পাশাপাশি সড়কপথ করতে চায় ভারত

ভারতীয় সহকারী হাইকমিশনার সড়ক পথে চিলাহাটি রেলস্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে চিলাহাটি হলদিবাড়ী জিরো পয়েন্টে রেল সংযোগ স্থাপনা পরিদর্শনকালে রেলের পাশাপাশি ভারতের সঙ্গে সড়ক সংযোগের স্থান পরিদর্শন করেন।

এ সময় ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান, নীলফামারী জেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম মনজুরুল আলম সিয়াম, জেলা ড্রাগ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, ডোমার থানার ওসি মহসীন আলী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ, নেছার উদ্দিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ইব্রাহিম সুজন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।