যশোরে মা-বাবাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ৩০ জুন ২০২৪
ফাইল ছবি

যশোরের চৌগাছায় বাবা-মাকে হত্যায় মিলন উদ্দিন (৩২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩০ জুন) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৭ম) আদালতের বিচারক জুয়েল অধিকারী এ আদেশ দেন।

আদালতের পেশকার শাহরিয়ার আলম জানান, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে মিলন উদ্দিন বাবা মহির উদ্দিনের দুই হাজার টাকা চান। টাকা না দেওয়ায় মিলন ঘরে থাকা দা দিয়ে বাবাকে উপর্যুপরি কুপিয়ে জখম করেন। এসময় মা আনোয়ারা বেগম ঠেকাতে গেলে মিলন তাকেও কুপিয়ে জখম করেন। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে মহির-আনোয়ারা ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় মিলনের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করেন তার ভাই হুমায়ুন কবির।

দীর্ঘ সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক জুয়েল অধিকারী আসামি মিলন উদ্দিনকে মৃত্যুদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

মিলন রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।