কেএনএফের প্রধান নাথান বমের অন্যতম সহযোগী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:২০ পিএম, ৩০ জুন ২০২৪
ছবি: গ্রেফতার লাল বেসাই লুসাই

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের অন্যতম সহযোগী লাল বেসাই লুসাইকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৩০ জুন) র‌্যাব-১৫ কক্সবাজারের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গ্রেফতার লাল বেসাই লুসাই (৪২) বান্দরবান সদরের সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড বেথানী পাড়া এলাকার বিয়াত লিয়ান লুসাইয়ের ছেলে।

জানা যায়, শনিবার (২৯ জুন) বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড বেথানী পাড়া এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় রুমায় সোনালী ব্যাংক শাখায় ডাকাতি, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র-গুলি লুট, ব্যাংক ম্যানেজার অপহরণ মামলার অন্যতম আসামি এবং কেএনএফ প্রধান নাথান বমের অন্যতম সহযোগী লাল বেসাই লুসাইকে গ্রেফতার করে।

এছাড়া লাল বেসাই লুসাই বান্দরবান জেলায় হত্যা, লুটপাট, মুক্তিপণ দাবিসহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রয়েছে বলে জানানো হয় র‌্যাবের এই বিজ্ঞপ্তিতে।

নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।