দিনাজপুরে হিমাগার ও বসতবাড়িতে আগুন


প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৫ এপ্রিল ২০১৬

দিনাজপুরের শাহী হিমাগার ও ২৬টি পরিবারের ৬০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে জেলার পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডাবোর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সত্যজিৎ রায় জানান, উপজেলার জোতমুকুন্দপুর গ্রামের দিনেশ মাস্টার পাড়ার নীলকণ্ঠ চকিদারের রান্না ঘর হতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো দিনেশ মাস্টার পাড়ায়। এতে ২৬টি পরিবারের ৬০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে বোচাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, ওসি মনসুর আলী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বোচাগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে এই মুহূর্তে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ বলা কঠিন।  

অপরদিকে, বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বাদিয়াপাড়া নামকস্থানে শাহী হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হিমাগারের ম্যানেজার হিরু জানান, হিমাগারের বর্ধিত অংশের নির্মাণ কাজ চলছিল। বিকেল সাড়ে ৫টায় ওয়েলডিং দিয়ে রড ঝালাই করার সময় সাটারিংয়ের কাঠ এবং বাঁশে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের আরো ইউনিট এসে সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সেপেক্টর ফসির উদ্দিন জানান, নির্মাণাধীন পাঁচতলা ভবনের রড ঝালাই করার সময় আগুনের সূত্রপাত হয়। ভবনটি নির্মাণাধীন বলে তেমন কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে।

এমদাদুল হক মিলন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।