চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৯ জুন ২০২৪
আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও শিক্ষক মতিন আলীকে গুলি করে হত্যা করা হয়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও এক শিক্ষককে খুনের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাদের নাম এখনো জানা যায়নি।

মামলায় বিএনপি নেতা ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের নাম রয়েছে।

শনিবার (২৯ জুন) দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হত্যা মামলায় ৫২ জনের নাম উল্লেখ ও একই সঙ্গে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয় মামলায়।

শুক্রবার (২৮ জুন) রাতে নিহত আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলাটি করেন।

এর আগে ২৭ জুন রাতে শিবগঞ্জের রানীহাটি কলেজ মোড় সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প এলাকায় গুলি করে হত্যা করা হয় আওয়ামী লীত নেতা আব্দুস সালাম ও তার সহযোগী শিক্ষক মতিন আলীকে।

আব্দুস সালাম শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য ছিলেন। আর হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন মতিন আলী।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়ালাভাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন আব্দুস সালাম। অপর পক্ষের নেতৃত্ব দেন আশরাফুল হক। তাদের দুজনের বিরুদ্ধে আগেও হত্যাসহ বিভিন্ন অপরাধে বেশ কিছু মামলা হয়েছে।

সোহান মাহমুদ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।