টাকা-স্বর্ণালঙ্কারের সঙ্গে গৃহকর্তার বন্দুকও লুটে নিলো ডাকাতদল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৮ জুন ২০২৪
প্রতীকী ছবি

সাতক্ষীরার দেবহাটায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আট ভরি সোনা, নগদ পাঁচ লাখ টাকা, একটি মোটরসাইকেল, কয়েকটি মোবাইল ও গৃহকর্তার লাইসেন্স করা একটি দোনলা বন্দুকও লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

বৃহস্পতিবার (২৭ জুন) রাতে উপজেলার দেবিশহরে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃহকর্তা সুভাষ চন্দ্র ঘোষ জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। এরপর রাত ২টার দিকে ৫-৭ জনের একটি ডাকাতদল কৌশলে তাদের বাড়ি ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এসময় ডাকাতরা তাদের মোবাইল কেড়ে নেয়। এরপর একে একে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও বন্দুক নিয়ে চলে যায়।

পরে পুলিশে খবর দিলে দেবহাটা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ডাকাত চক্রকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।