বরগুনা-কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা ও কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ২৮ জুন ২০২৪

বরগুনা ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) পৃথক পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

এরমধ্যে বরগুনার আমতলীর ঢাকা-কুয়াকাটা মহাসড়কে নিহত হন মঞ্জু খান নামে এক মৎস্য ব্যবসায়ী। সকাল ৬টার দিকে মহিশকাটা বাজার সংলগ্ন সড়কে মোটরসাইকেল ও ঢাকা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মঞ্জু খান গুরুতর আহত হন। পরে উদ্ধার করে বরিশাল নেওয়ার পথে মৃত্যু হয় তার।

এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন, সড়ক দুর্ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

বরগুনা-কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অপরদিকে কিশোরগঞ্জের বাজিতপুরে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মো. ইয়াসিন হাসান (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। সকাল ৯টার দিকে বাজিতপুর-সরারচর সড়কের উপজেলার পৈলনপুর এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান মিরাজ/এসকে রাসেল/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।