চাঁদপুরে তিন ইটভাটা মালিককে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২৭ জুন ২০২৪

চাঁদপুরের ফরিদগঞ্জে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় তিন ইটভাটা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী। বিকেলে অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, দুপুরে ফরিদগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর মনটরিং অ্যাণ্ড এনফোর্সমেন্ট উইং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় আইন লঙ্ঘন করায় পূর্ব গাজীপুরের চরবসন্ত এলাকার মেসার্স চরবসন্ত ব্রিকস, গাজীপুর এলাকার মেসার্স মাহবুব চেয়ারম্যান ব্রিকস, মানিক রাজ এলাকার মেসার্স মানিক রাজ ব্রিকস মালিককে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

এসময় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নানসহ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে জেলা পুলিশ লাইন্স ও ফরিদগঞ্জ থানার একটি টিম এবং ইটভাটার আগুন নেভাতে উপজেলার ফায়ার সার্ভিস অ্যাণ্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সক্রিয় সহযোগিতা করেন।

এ বিষয়ে মো. মিজানুর রহমান বলেন, আইন লঙ্ঘন করায় তিন ভাটা মালিককে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পরিচালিত ইটভাটা সমূহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।