কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:০০ পিএম, ২৭ জুন ২০২৪
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয় বলে নিশ্চিত করেন জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী।

স্টেশন সূত্র জানায়, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন ও মির্জাপুর স্টেশনের মাঝামাঝি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে গাজীপুর-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর, মৌচাক, বঙ্গবন্ধু হাইটেক স্টেশন ও মির্জাপুরে কয়েকটি ট্রেন যাত্রা বিরতিতে আছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ

স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ঘটনাস্থলে নতুন ইঞ্জিন পাঠিয়ে ট্রেনটি সরানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে কয়েকটি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আপাতত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।