এবার চুয়াডাঙ্গায় দেখা মিললো রাসেলস ভাইপার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:২০ পিএম, ২৬ জুন ২০২৪
সাপটি মেরে মাটিতে পুঁতে ফেলেন গ্রামবাসী

চুয়াডাঙ্গার জীবননগরে মাঠ থেকে একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি মেরে মাটিতে পুঁতে ফেলেন গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় রাসেলস ভাইপার আতংক বিরাজ করছে।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের একটি মাঠে সাপটির দেখা মেলে।

প্রত্যক্ষদর্শী কৃষক বলেন, ‘সকালে মাঠে ঘাস কাটছিলাম। এসময় একটি খেজুর গাছের গোড়ায় সাপটি পেঁচিয়ে থাকতে দেখি। এসময় আরও কয়েকজনকে ডেকে সাপটি মেরে গ্রামের দিকে নিয়ে আসি।’

স্থানীয় যুবক প্লাবন বলেন, ‘ফেসবুকে রাসেলস ভাইপার সাপ দেখেছি, এখন বাস্তবে দেখলাম। এত বড় সাপ উদ্ধার হওয়ায় গোটা এলাকায় আতংক বিরাজ করছে।’

এবার চুয়াডাঙ্গায় দেখা মিললো রাসেলস ভাইপার

আতিয়ার রহমান নামের এক কৃষক বলেন, ‘যে মাঠ থেকে সাপটি উদ্ধার করা হয়েছে, সেই মাঠে ধান, পাটসহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। এখন সাপের আতংক ছড়িয়ে পড়ায় কেউ মাঠে যেতে চাচ্ছেন না। এবার চাষাবাদ নিয়ে মহাবিপাকে পড়তে হবে আমাদের।’

বিষয়টি নিশ্চিত করে সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন বলেন, ‘মেদিনীপুর গ্রামের মাঠ থেকে বুধবার সকালে কৃষকরা একটি সাপ মেরেছে বলে শুনেছি। তবে সাপটি রাসেলস ভাইপার কি না, তা জানি না। তবে সাপটা অনেক বড় এবং মোটাসোটা। এ নিয়ে এলাকায় সাপের আতংক বিরাজ করছে।’

জীবননগর উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ কাজল হোসেন বলেন, ‘মেদিনীপুর গ্রামের মাঠ থেকে যে সাপটি উদ্ধার হয়েছে, তা রাসেলস ভাইপার কি না তা নিশ্চিত হওয়া যায়নি। বন বিভাগের লোকজন সেখানে পৌঁছানোর আগেই গ্রামবাসী সাপটি পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলেন।

তবে ছবি দেখে সাপটি রাসেলস ভাইপার বলে নিশ্চিত করে জেলার পরিবেশবাদী সংগঠন পানকৌড়ির প্রতিষ্ঠাতা সভাপতি বখতিয়ার হামিদ।

হুসাইন মালিক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।