পাত্রী দেখতে যাওয়ার পথে প্রাণ গেলো ভাই-বোনের
পাবনায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন ভাই-বোন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একই পরিবারের আরও পাঁচজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৬ জুন) দুপুরে পাবনা সদর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেড়া পৌর এলাকার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার এবং মেয়ে শম্পা রানী।
শম্পা রানী নাটোরের বাসিন্দা দিনেশের স্ত্রী। তারা পরিবারের এক সদস্যের বিয়ের পাত্রী দেখতে পাবনা শহরে যাচ্ছিলেন।
- আরও পড়ুন:
ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫৮
সন্তানকে সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতন করতে হবে
সড়ক দুর্ঘটনার তথ্য আর প্রকাশ করবে না ‘নিরাপদ সড়ক চাই’
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি বেড়া থেকে পাবনা শহরের দিকে যাচ্ছিল। পাবনা শহরের অদূরে ধোপাঘাটা পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীসহ সাতজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের মধ্যে অনুরাধা ধর (১২) নামের এক শিশু ছাড়া অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমিন ইসলাম জুয়েল/জেডএইচ/জেআইএম