ধলেশ্বরী তীরের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৬ জুন ২০২৪
মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে

মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (২৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা মুন্সিগঞ্জ লঞ্চঘাট ও হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা।

অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

ধলেশ্বরী তীরের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নদীকে তার আগের সীমানায় ফেরাতে এ অভিযান চালানো হয়েছে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরবর্তী মুক্তারপুর থেকে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় নদীর জায়গা দখল করেছে এমন ১০৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। এসব উচ্ছেদে দুদিনের অভিযানে আজ প্রথমদিন অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ধলেশ্বরী তীরের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

তিনি আরও জানান, এসব জায়গায় মানুষের চলাচলের জন্য ওয়াকওয়ে ও বৃক্ষরোপণ করা হবে। আগামীকাল দ্বিতীয় দিনের অভিযানে বাকি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।

অভিযানে অন্যদের মধ্যে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক মুস্তাফিজুর রহমান, উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক এসএম সাজেদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।