২১ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনায় গ্যাস সরবরাহ চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:৫৫ এএম, ২৬ জুন ২০২৪
ময়মনসিংহে তিতাসের গ্যাস লাইন মেরামতের কাজ করছে কর্তৃপক্ষ

প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ ও নেত্রকোনায় তিতাসের গ্যাস সরবরাহ চালু হয়েছে। মেরামত শেষে মঙ্গলবার (২৫ জুন) রাত ৮টার দিকে গ্যাস সরবরাহ চালু হয়। তবে গ্রাহক পর্যায়ে গ্যাস পৌঁছাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার রাত ১১টা থেকে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।

ত্রিশালের আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মিনিস্টার হাইটেক পার্কের পাশে ডিফেং ইকোনমিক জোন নামে চায়না একটি কোম্পানির পাইলিং করতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ লাইনটি ফেটে যায়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দিনভর গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখলেও, মেরামতের জন্য রাত ১১টার পর থেকে গ্যাস সরবরাহ বন্ধ করা হয় বলে জানান তিতাস গ্যাস, ময়মনসিংহের উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান। তিনি বলেন, মঙ্গলবার দিনভর মেরামত কাজ শেষে রাত ৮টার দিকে সঞ্চালন লাইনটি চালু করা হয়। লাইনটি একদম ফাঁকা থাকায় গ্রাহক পর্যায়ে সঠিকভাবে গ্যাস পৌঁছাতে কিছুটা সময় লাগবে।

এমএমআই/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।