নাটোরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বিজিবি সদস্যসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:২০ পিএম, ২৫ জুন ২০২৪
ফাইল ছবি

নাটোরের নলডাঙ্গায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে নলডাঙ্গা থেকে নাটোর সড়কের বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ম্যানেজার ও নওগাঁর বাসিন্দা খলিলুর রহমান (৬৫) এবং মাগুরার বাসিন্দা বিজিবি সদস্য মোক্তাদুল আলম (৪০)।

আহতরা হলেন নিহত ব্যাংক কর্মকর্তার স্ত্রী রুনা বেগম (৪৫) ও অটোরিকশাচালক। আরেকজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা থেকে নাটোরমুখী অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় খলিলুর রহমান ঘটনাস্থলে ও মোক্তাদুল আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সাবেক ব্যাংক কর্মকর্তা খলিলুর রহমান স্ত্রী রুনা বেগমকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি নাটোরের মল্লিকহাটি যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনার পর ট্রাকচালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।