আইনমন্ত্রী

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও আওয়ামী লীগকে দমিয়ে রাখা যায়নি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৪ জুন ২০২৪

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরও আওয়ামী লীগকে দমিয়ে রাখা যায়নি। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের কখনো কোনো সরকার দমিয়ে রাখতে পারেনি।

সোমবার (২৪ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মিলনায়তনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে জনগণের সেবা করা। শেখ মুজিবুর রহমানের আদর্শকে কেউ ধূলিসাৎ করার চেষ্টা করলে সেটি শক্ত হাতে প্রতিরোধ করা হবে। আমাদের প্রতিরোধের ভাষা হবে জনগণের উপকার, জনগণের পাশে থাকা, জনগণকে সঙ্গে নিয়ে তাদের কথা বলা।

এসময় কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, উপজেলা চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, পৌরসভার মেয়র গোলাম হাক্কানিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।