তেঁতুলিয়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ জুন) দুপুরে উপজেলার বাংলাবান্ধা বাজারের একটি ওয়ার্কশপের সামনে থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে এক নারীশ্রমিক পাথরের সাইটে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি কুড়িয়ে পান। পরে সেটি ভারী লোহা মনে করে স্থানীয় আল আমিন ওয়ার্কশপে নিয়ে আসেন। পরে লোকজন সেটি মর্টারশেল বলে চিনতে পেরে বিজিবি ও থানা পুলিশকে খবর দেয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, মার্টারশেলটি বালুভর্তি বস্তায় নিয়ে সংরক্ষিত স্থানে রেখেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে।
এর আগেও একই এলাকা থেকে পাথরের সঙ্গে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়।
সফিকুল আলম/আরএইচ/জেআইএম