বগুড়ায় বাসের ধাক্কায় নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৩ জুন ২০২৪
ফাইল ছবি

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (২৩ জুন) সকাল ৮টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) ও কাহালু উপজেলার লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রত্ন বেগম ঈদের পর বাবার বাড়ি বেড়াতে আসেন। রোববার সকালে তিনি তার খালাকে বিদায় জানাতে বিবিরপুকুর বাজারের বাসস্ট্যান্ডে যান। ওই বাজারে তার সঙ্গে দেখা হয় বাবার বাড়ি এলাকার সৈকতের সঙ্গে। তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় ঢাকাগামী একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়।

ওসি সেলিম রেজা বলেন, ‘পুলিশকে জানিয়ে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে। ঢাকাগামী বাসটি দ্রুত এলাকা ত্যাগ করায় তা সনাক্ত করা যায়নি। নিহতদের পরিবার অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।