সাতক্ষীরায় বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি Sathkhira
প্রকাশিত: ০৪:৫২ এএম, ২৩ জুন ২০২৪

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে নতুন করে ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শ‌নিবার (২২ জুন) বিকেলের জোয়ারের সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের দৃষ্টিনন্দন এলাকায় খোল‌পেটুয়া নদীর প্রবল স্রোতে হঠাৎ ভাঙন শুরু হয়। এসময় বাঁধের প্রায় ২০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়।

গাবুরার ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম জানান, বিকেলের দিকে হঠাৎ ওই স্থানে ভাঙন শুরু হয়। ভাঙনে বাঁধের এক অংশ নদীতে ধ্বসে পড়ে। যেকোনো মুহুর্তে সমগ্র বাঁধ ভে‌ঙে লোকালয়ে লবণ পানি প্রবেশ করতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত সেকশন অফিসার (এসও) সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। দ্রুত বাঁধ সংস্কারের কাজ শুরু হবে।

আহসানুর রহমান রাজীব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।