কেটে ফেলা হয়েছে ‘কথা বলা’ সেই আলোচিত গাছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২২ জুন ২০২৪

গোপালগঞ্জের মুকসুদপুরে ‘কথা বলা’ সেই আলোচিত গাছটি কেটে ফেলা হয়েছে। শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার রাঘদী ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান টুটুলের উপস্থিতিতে গাছটি কেটে ফেলা হয়।

এর আগে আলোচনা-সমালোচনায় মুখর ছিল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রাম। ওই গ্রামের সৌদি প্রবাসী সবুর মিয়ার বাগানের একটি গাছ কথা বলছে এমন গুজব ছড়িয়ে পড়লে শতশত মানুষ সেখানে ভিড় করে। কেউ কেউ নানা মানতও করতে শুরু করেন। এতে সপ্তাহকাল ধরে চলা গুজবের অবসান হলো।

কেটে ফেলা হয়েছে ‘কথা বলা’ সেই আলোচিত গাছ

এসময় গাছের সঙ্গে কান পেতে কথা শোনার চেষ্টা করে সাধারণ মানুষ। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। পরে শনিবার দুপুরে গাছটি কেটে ফেলা হয়। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ উপস্থিত ছিল।

এ বিষয়ে রাঘদী ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান টুটুল জানান, অপপ্রচারকে কাজে লাগিয়ে এ গাছ দিয়ে কেউ যাতে ব্যবসা করতে না পরে সেজন্য কেটে ফেলা হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।