বরগুনায় সেতু ভেঙে মাইক্রো-অটোরিকশা খালে, নিহত ৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২২ জুন ২০২৪

বরগুনার আমতলীতে সেতু ভেঙে দুটি গাড়ি খালে পড়ে ৯ জন নিহত হয়েছেন। শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে হলদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান, দুপুর ২টার দিকে হলদিয়া বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশায় করে ১৯ যাত্রী বৌভাতে যাচ্ছিলেন। তারা সেতুতে উঠলে একপর্যায়ে সেটি ভেঙে খালে পড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৯ জনের মরদেহ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

ফায়ার সার্ভিস আমতলি স্টেশন কর্মকর্তা মো. হানিফ জানান, ঘটনাস্থল থেকে আমরা ৯ নারী-শিশুর মরদেহ উদ্ধার করি। খালে নিমজ্জিত মাইক্রোটি উদ্ধারের চেষ্টা চলছে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।