কাঠালিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২১ জুন ২০২৪

ঝালকাঠির কাঠালিয়ায় পানিতে ডুবে মুনিয়া আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) সকালে উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মুনিয়া আক্তার বাঁশবুনিয়া গ্রামের সোহাগ হাওলাদারের মেয়ে।

স্থানীয়রা জানায়, সকালে মুনিয়া আক্তার খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে তাকে না পেয়ে স্বজনরা একপর্যায়ে পুকুরের পানি থেকে মুনিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

আমুয়া ইউনিয়নের মেম্বার (সদস্য) নিখিল চন্দ্র হালদার জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সব অভিভাবকদের সচেতন হওয়া দরকার।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পিছনে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।

মো. আতিকুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।