বিয়ে বাড়ি থেকে ফেরার পথে তিস্তায় নৌকা ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০১:৪৬ এএম, ২০ জুন ২০২৪
ছবি সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে বিয়ের দাওয়াত ‌খেয়ে ফেরার পথে তিস্তা নদীতে নৌকা ডুবে আড়াই বছরের এক কন্যাশিশু মারা গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৭-৮ জনের নিখোঁজ হওয়ার খবর পওয়া গেলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি।

বুধবার (১৯ জুন) সন্ধ‌্যার পর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় এ ঘটনা‌ ঘটে। নিহত শিশুর নাম আয়শা খাতুন। সে বজরা গ্রামের বাসিন্দা জয়নালের মেয়ে।

উলিপু‌র ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্বাস উদ্দিন বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

তি‌নি জানান, ২৫ জনের মতো যাত্রী নিয়ে নৌকাটি সুন্দরগঞ্জ উপজেলার বেলকায় যাচ্ছিল। পথে তিস্তা নদীর তীব্র স্রোতে নৌকা‌টি ডুবে যায়। এতে অন‌্যরা নদী সাঁতরে পা‌র হতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তবে নিখোঁজের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করার সময় জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, এক শিশু নিহত হয়েছে এটা নিশ্চিত। তবে নিখোঁজ হওয়ার বিষয়ে এখনো আমরা নিশ্চিত হতে পারিনি।

এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।