চুয়াডাঙ্গায় এক দিনে সড়কে ঝরলো দুই প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০১:৫৬ এএম, ১৯ জুন ২০২৪
নিহত রাজ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেল ও রাতে পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন।

নিহতদের একজন চুয়াডাঙ্গা পৌর এলাকার মাদরাসাপাড়ার ইজিবাইকচালক মজনুর ছেলে রাজ (১৮)। অন্যজন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ঘাটপাড়ার নুর ইসলামের ছেলে মুকুল হোসেন (৫০)।

জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরণগাছিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে এক মোটরসাইকেলের চালক মুকুল হোসেন নিহত হন।

এর আগে, এদিন বিকেল সোয়া ৫টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের বোয়ালমারি গ্রামে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রাজ ঘটনাস্থলেই নিহত হন। এসময় সজীব (১৮) নামের আরেক কিশোর আহত হন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক শেখ সেকেন্দার আলী বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে জেনেছি। এছাড়া বাসের ধাক্কায় আরেক স্কুলছাত্র নিহত হয়েছে। ঊর্ধ্বতন কর্মকতাদের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হুসাইন মালিক/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।