ব্রাহ্মণবাড়িয়ায় কিল-ঘুসিতে বৃদ্ধকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:০৬ পিএম, ১৮ জুন ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকাকে কেন্দ্র করে কিল-ঘুসিতে সানু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানু মিয়া ওই এলাকার আলমজী মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পূর্বভাগ গ্রামের হাবিবুর রহমান ও আখতার মিয়া সিলেটে একটি ভাঙারির দোকানে কাজ করেন। এ সুবাদে হাবিবুরের তিন হাজার টাকা পাওনা ছিল আখতারের কাছে। ঈদুল আজহার ছুটিতে তারা গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার বিকেলে হাবিবুর তার পাওনা টাকা চান আখতারের কাছে। এনিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা থেকে হাতাহাতি হয়।

খবর পেয়ে আখতারের চাচা সানু মিয়া সেখানে গেলে তাকে মারধর করেন হাবিবুরসহ তার লোকজন। লাগাতার কিল-ঘুসিতে অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।