পুকুরে ডুবে যমজ মেয়ের মৃত্যু, বারবার মূর্ছা যাচ্ছেন মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১৮ জুন ২০২৪

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে হিরা আক্তার ও মুক্তার আক্তার (৪) নামের যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরা ও মুক্তা দেবীপুর গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার হোসেন পুটনের মেয়ে। দুই মেয়েকে হারিয়ে তাদের মা বারবার মূর্ছা যাচ্ছেন।

স্থানীয়রা জানান, ঘর ও বাড়ির উঠানে হিরা ও মুক্তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাদের পুকুরে পানিতে ভেসে উঠতে দেখেন। পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একই বাড়ির বাসিন্দা জসিম মাহমুদ বলেন, ‘আনোয়ারদের বাড়ির পাশে পুকুর রয়েছে। ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরের পাশে খেলতে যায়। হয়তো পুকুরেও নেমেছে। পরে আর উঠতে পারেনি। তাদের দাফনের প্রস্তুতি চলছে।’

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আলম চৌধুরী সুমন বলেন, একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এটি খুব দুঃখজনক ঘটনা। পরিবারটির ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

কাজল কায়েস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।