মানিকছড়ি ডিসি পার্কে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৭ জুন ২০২৪
প্রতীকী ছবি

খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো ট্যুরিজম পার্কে ঘুরতে এসে লেকে ডুবে ইসরাফিল (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল স্থানীয় কাশিমুল মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলো। সে মানিকছড়ি গুচ্ছগ্রামের নজরুল ইসলামের ছেলে।

কর্মচারীদের বরাত দিয়ে পার্কের দায়িত্বরত সাদাব ইয়াছিন জানান, দুপুরে ইসরাফিলসহ তিন সহপাঠী পার্কে ঘুরতে আসে। তারা পার্কের লেকে কায়াকিং (বোট) নিয়ে ঘুরতে নামে। একপর্যায়ে কায়াকিং পাড়ে ভিড়িয়ে নেমে পড়ে ইসরাফিল। পরে আবার লাফ দিয়ে ওঠার সময় কায়াকিং উল্টে যায়। এতে সাঁতার না জানায় ইসরাফিল পানিতে ডুবে তলিয়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিউদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া বলেন, পানিতে তলিয়ে যাওয়া শিশুটিকে স্বেচ্ছাসেবীরা তুলে হাসপাতালে আনলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, পরিবারের আবেদনে পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।