গরু জবাই করার সময় হার্ট অ্যাটাক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৭ জুন ২০২৪

 

কক্সবাজারের রামুতে কোরবানির গরু জবাই করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আব্দুল কাদের (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোদালিয়া কাঁটা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া আব্দুল কাদের কোদালিয়া কাঁটা এলাকার মৃত রমজান করিমের ছেলে।

মৃতের জামাতা বেদারুল ইসলাম বলেন, ‘আমার শ্বশুর নিজেদের ভাগের গরুর পাশাপাশি আরও ৪-৫টি গরু জবাই করেন। শেষ গরুটি জবাইকালে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’

তিনি আরও বলেন, আমার শ্বশুর গরুর লাথিতে মারা গেছেন বলে প্রচার করা হয়েছে। বিষয়টি সঠিক নয়।

ঈদগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমেদ বলেন, কার মৃত্যু কখন তার যে আগাম ঘোষণা নেই, সেটা আবদুল কাদেরের মৃত্যুতে আবারও প্রমাণ হলো।

সায়ীদ আলমগীর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।